ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ২৭ মে ২০১৮ | আপডেট: ২৩:৩৩, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত এ সময়ের মধ্য সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। গতকাল শনিবার এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয় বলে আজ রোববার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।    

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে গত ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। চলতি বছর ১৯ মার্চ বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে।    

এদিন ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরবর্তী সময় ২৪ এপ্রিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট ও ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি